নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, মাদকাসক্তি, সন্ত্রাসবাদ, এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করে। খেলাধুলার মাধ্যমে যুবকদের ইতিবাচক পথে চালিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কদমতলী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সমাজসেবক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, মো. রিপন, এমএ মাসুদ বাদল, জসিম হুজুর, সোলাইমান ভূঁইয়া, আব্দুর রহমান, মোঃ টিটু’সহ অন্যান্যরা।
কদমতলী যুব সমাজের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করেন- আদিব, সাব্বির, আকাশ, রাহাদ, নাফিম, ফয়সাল, চাঁদ, জামিল, শান্ত, সোহাগ, উজ্জ্বল, ইফতি।
প্রতিনিধির নাম 



















