নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী
মুফতি আনিসুর রহমান নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত শোডাউন করেছেন। পরে নেত্রকোণা কালেক্টর মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুফতি আনিসুর রহমান।
বারহাট্রা উপজেলা সদর হয়ে নেত্রকোণা জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন খেজুরগাছ মার্কার সমর্থকরা। অধর্শত মোটরসাইকেলের বহরে সাদা কালো পতাকা, খেজুরগাছের ব্যানার,ফেস্টুন শোভাপাচ্ছিল।
এসময় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা সহ-সভাপতি আবুল কাশেম, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্রা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদার, যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হা: মাও: মোবারক উল্লাহ, ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ শিপন প্রমুখ।