আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের অভিজাত দুটি সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে ‘মাদকের আখড়া’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।
মঈনুদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মাদকের স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান প্রতিনিয়তই মাদক সেবন ও পাচারে ব্যবহৃত হচ্ছে। এগুলো যদি কঠোর নজরদারির আওতায় আনা যায়, তবে শহরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু প্রশাসন নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেই একযোগে এগিয়ে আসতে হবে। তাহলেই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব হবে।”
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে মাদকের আখড়া আখ্যা মঈনুদ্দিনের
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ