ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার র‍্যাব-১১ এর তৎপরতায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্টের অভিযান বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক কুমিল্লার গোমতীর চরে সারি সারি ফুলকপির গাছ কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণকারীদের ঐক‍্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের তাগিদ এবি পার্টির চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে মাদকের আখড়া আখ্যা মঈনুদ্দিনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের অভিজাত দুটি সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে ‘মাদকের আখড়া’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।

‎মঈনুদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

‎তিনি আরও বলেন, “মাদকের স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান প্রতিনিয়তই মাদক সেবন ও পাচারে ব্যবহৃত হচ্ছে। এগুলো যদি কঠোর নজরদারির আওতায় আনা যায়, তবে শহরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

‎জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু প্রশাসন নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেই একযোগে এগিয়ে আসতে হবে। তাহলেই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে মাদকের আখড়া আখ্যা মঈনুদ্দিনের

আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের অভিজাত দুটি সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে ‘মাদকের আখড়া’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।

‎মঈনুদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

‎তিনি আরও বলেন, “মাদকের স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান প্রতিনিয়তই মাদক সেবন ও পাচারে ব্যবহৃত হচ্ছে। এগুলো যদি কঠোর নজরদারির আওতায় আনা যায়, তবে শহরকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

‎জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু প্রশাসন নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেই একযোগে এগিয়ে আসতে হবে। তাহলেই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব হবে।”