আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮৮ পিস ইয়াবাসহ রুনা বেগম ওরফে রুবিনা (পিতা: শামসুল হক, ঠিকানা: মুন্সিরপুর) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মুন্সিরপুর ধন্দীরবাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রুনা বেগমের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা জাতীয়ভাবে স্বীকৃত একটি বিপজ্জনক মাদকদ্রব্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “রুনা বেগমকে ইয়াবা বিক্রির দায়ে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে সতর্ক থাকতে হবে। কিশোর-কিশোরীরা যদি মাদকের সংস্পর্শে আসে, তবে তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আমরা সব নাগরিকের সহযোগিতা চাই।
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে ৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ১৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ