ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার র‍্যাব-১১ এর তৎপরতায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্টের অভিযান বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক কুমিল্লার গোমতীর চরে সারি সারি ফুলকপির গাছ কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণকারীদের ঐক‍্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের তাগিদ এবি পার্টির চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: টেকসই উন্নয়নে তরুণদের অগ্রণী ভূমিকা জরুরি। টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) অর্জনে তরুণদের কার্যকর অংশগ্রহণ এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মানসম্মত শিক্ষার প্রসারে নতুন উদ্যমে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘এসডিজি ফেস্টিভাল অফ অ্যাকশন ২০২৫’-এর ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক।

চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জাতি গঠনে তরুণদের সৃজনশীলতা ও উদ্যোগ অপরিহার্য। এসডিজি বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে নীতিনির্ধারণী স্তর থেকে মাঠপর্যায় পর্যন্ত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকারস (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লিও অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৬৫, বাংলাদেশ’র রোটার‍্যাক্ট কো-অর্ডিনেটর ওয়াহেদ মুরাদ, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য এহতেশামুল হক, সুয়াইলিম হোসেন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘এসডিজি ফেস্টিভাল অফ অ্যাকশন ২০২৫’ উপলক্ষে থাকবে তরুণবান্ধব ও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে-সাইকেল শোভাযাত্রা, পতেঙ্গা সি-বিচে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, স্কুল ও কলেজে সবুজ বাগান স্থাপন, ফ্রি মেডিকেল ক্যাম্প, উদ্ভাবনী মেলা ও ওয়ার্কশপ, নীতি সংলাপ, ‘স্বপ্নচাষী’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন প্রভৃতি।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে এসডিজির ১৭টি অভীষ্ট তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের উদ্বুদ্ধ করা।

 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক

আপডেট সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: টেকসই উন্নয়নে তরুণদের অগ্রণী ভূমিকা জরুরি। টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) অর্জনে তরুণদের কার্যকর অংশগ্রহণ এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মানসম্মত শিক্ষার প্রসারে নতুন উদ্যমে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘এসডিজি ফেস্টিভাল অফ অ্যাকশন ২০২৫’-এর ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক।

চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জাতি গঠনে তরুণদের সৃজনশীলতা ও উদ্যোগ অপরিহার্য। এসডিজি বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে নীতিনির্ধারণী স্তর থেকে মাঠপর্যায় পর্যন্ত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকারস (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লিও অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৬৫, বাংলাদেশ’র রোটার‍্যাক্ট কো-অর্ডিনেটর ওয়াহেদ মুরাদ, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য এহতেশামুল হক, সুয়াইলিম হোসেন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘এসডিজি ফেস্টিভাল অফ অ্যাকশন ২০২৫’ উপলক্ষে থাকবে তরুণবান্ধব ও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে-সাইকেল শোভাযাত্রা, পতেঙ্গা সি-বিচে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, স্কুল ও কলেজে সবুজ বাগান স্থাপন, ফ্রি মেডিকেল ক্যাম্প, উদ্ভাবনী মেলা ও ওয়ার্কশপ, নীতি সংলাপ, ‘স্বপ্নচাষী’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন প্রভৃতি।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে এসডিজির ১৭টি অভীষ্ট তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের উদ্বুদ্ধ করা।