আলোকিত কাগজ প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১ অভিযান চালিয়ে নয়ন-পিয়াস বাহিনীর সহযোগী ও ৩০ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মোঃ আবুল কালামকে গ্রেফতার করেছে। অভিযানে তার কাছ থেকে অস্ত্র, গুলি, টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার ১৫ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোল্লাকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ আবুল কালামকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ও তার বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি ও ডাকাতি চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামি মোঃ আবুল কালাম সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে
গ্রেফতারকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে: ১টি পাইপগান ২টি বুলেট ১টি টাকা গণনার মেশিন বিভিন্ন দেশের মুদ্রা ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম
র্যাব জানায় , আবুল কালামের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি হত্যা, ১টি ডাকাতি, ৪টি বিস্ফোরক, ১টি চাঁদাবাজি, ৩টি মাদক এবং ১৮টি অন্যান্য মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।
র্যাব জানায়, এর আগে ২৮ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর পৃথক অভিযানে একই ঘটনার সাথে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জে র্যাবের অভিযানে শীর্ষ নৌ-ডাকাত আবুল কালাম গ্রেফতার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ