গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ জেলা জামায়াত ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলেন, আমরা সবাই বাংলাদেশী। এখানে কেউ সংখ্যালঘু নই। দুর্গাপুজায় আমরা প্রত্যেকটা মন্ডপে যাবো। আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে পুজা উৎসব ও শঙ্কামুক্তভাবে ধর্ম-কর্ম পালন করবেন। আমরা আপনাদের পাশে থাকবো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কোটালীপাড়া পৌরসভা এলাকায় সনাতন ধর্মালম্বীদের সাথে গণসংযোগকালে তিনি একথা বলেন।
কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে গণসংযোগ। এসময় দেরানীবাজার, বালিয়াভাঙ্গা, আলিঠাপাড়া, পশ্চিমপাড়, কয়খা-ফেরধারা ও ঘাঘর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি পথচারী ও শ্রমজীবী মানুষদের আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়।
একইসাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণসংযোগ কার্যক্রম সারা বছর ধরে চলা রুটিন দাওয়াতি কাজের অংশ। এবারের নির্বাচনী প্রচারণায় জামায়াতের মূল বার্তা ‘সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই।’গণসংযোগকালে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর ছোলায়মান গাজী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, নায়েবে আমীর সেকেন্দার আলী, গোপালগঞ্জ পৌর সেক্রেটারী শওকত আলম, কোটালীপাড়া পৌর সভাপতি আক্তার দাড়িয়া, পৌর সেক্রেটারী শাহাদাত হোসেনসহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।