মোঃ আরিফুল ইসলাম মুরাদ,সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ সুনামগঞ্জের কৃতী সন্তান হুমায়রা আনজুমি নাবিলা, যুক্তরাজ্য সরকারের সবচেয়ে বড় স্কলারশীপ “কমনওয়েলথ স্কলারশীপ” নিয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসিতে মাস্টার্সের জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন।
এছাড়া তিনি যুক্তরাজ্যের University of Oxford, London School of Economics and Political Science, University of Sussex, University of Alberta (কানাডা) থেকেও এডমিশন অফার লেটার পেয়েছেন।
সুনামগঞ্জ শহরের হাসননগর নিবাসী, জনাব সিরাজুর রহমান সিরাজ Shirajur Rahman Shiraj এর মেধাবী সন্তান হুমায়রা আনজুমি নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন বিভাগে অনার্স ( ১ম শ্রেণিতে ২য়)ও মাস্টার্স (১ম শ্রেণিতে ১ম) সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি বৃত্তি ২০১৯, কবি সুফিয়া কামাল হল মেধা বৃত্তি ২০১৯, বেগম কামরুন্নেছা চৌধুরী মেধাবৃত্তি ২০২৪ অর্জন করেন। তাঁর এই সফলতা অর্জনে অভিনন্দন ও শুভকামনা।