মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম: চট্টগ্রামে বেড়ে ওঠা অন্যতম সামাজিক সংগঠন বি ফর বাংলাদেশ এর উদ্যোগে মাস ভিত্তিক স্থায়ী প্রজেক্ট এক বেলা আহার’র দ্বিতীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ব্লাড ফর চট্টগ্রাম।
আয়োজনের অংশ হিসেবে কর্মজীবী, অসহায় ও অভুক্ত মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই এই প্রকল্পের মূল ও মূখ্য উদ্দেশ্য।
এই উদ্যোগ পরিচালনায় নেতৃত্ব দেন বি ফর বাংলাদেশ এর টিম লিডার রাফসানুল আরমান।এতে উপস্থিত ছিলেন অভিজিৎ দে, রিনা আক্তার, মোস্তাকিম, আবরার ও ইসতিয়াক প্রমূখ।সহযোগী সংগঠন হিসেবে ব্লাড ফর চট্টগ্রাম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন টিম লিডার মুহিবুল হাসান রাফি ও তার টিম মেম্বার আনিশা তাবাসসুম,কাজী মালিহা আকতার।
মুহিবুল হাসান রাফি বলেন,এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।তবে আমাদের উচিত আয়োজনের অংশবিশেষ কাজসমূহ লোক দেখানো থেকে এড়িয়ে চলা।
রাফসানুল আরমান বলেন, যারা শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।এই কার্যক্রম অব্যাহত থাকবে।