মো,আমিনুল ইসলাম ,কুমিল্লা: কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”। সোমবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা মর্ডান হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহড়া প্রদর্শনীর আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ঘুর্ণিঝড়, বজ্রপাত, বৃষ্টির সময় করণীয় এবং জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। মহড়াটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করে।
মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক নুসরাত জাহান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি মোহাম্মদ ইদ্রিছ, কোতয়ালী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাদিকুর রহমান, রেড ক্রিসেন্স ইউনিট কুমিল্লার সহকারী পরিচালক ফাহাদ আল ন‚র সাজিদ।প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের- একটি মানবসৃষ্ট এবং আরেকটি প্রকৃতিক। আজকে এখানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরাপত্তা, ভ‚মিকম্প, ঘুর্ণিঝড়, বজ্রপাত, বৃষ্টি এসব বিষয় নিয়ে মহড়া হয়েছে। মহড়াটি আমাদের শিখিয়েছে কীভাবে প্রাথমিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলা করতে হয়। আমরা সকলে সচেতন হলে আশা করছি মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারব।