মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম: ব্যস্ত নগরী চট্টগ্রামস্থ মুক্তমঞ্চ, আউটার স্টেডিয়ামে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন ক্লিন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ক্লিন আপ পরিচ্ছন্নতা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির পক্ষ থেকে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও পলিথিন সরবরাহ করা হয়। অপরদিকে, ক্লিন বাংলাদেশ কার্যক্রমে ব্যবহারের জন্য ৪টি ডাস্টবিন প্রদান করেন। এছাড়া রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ২ প্যাকেট করে হ্যান্ড গ্লাভস ও মাস্ক ক্লিন বাংলাদেশকে ডনেট করেন।
ক্লিন আপ প্রকল্প পরিচালনায় ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির ভাইস প্রেসিডেন্ট মোঃ রিদওয়ানুল ইসলাম, ক্লাব সেক্রেটারি আরটিআর মোঃ আবদুল্লাহ আল নাঈম, ক্লাব সার্ভিস ডিরেক্টর আসিফ আহমেদ চৌধুরী এবং ক্লিন বাংলাদেশের শাহ আলম মেহেদী। আরো ছিলেন শাহানাজ আক্তার, মো: ফাহিম ফয়সাল, মো: আশরাফ উদ্দিন হাসান, সাদিকুল ইসলাম, ইফতিয়ার মেহেদী, তাহসিন, আরকানুল হক।
আয়োজকরা জানান, নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।