স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার কালিয়াকৈরের রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান জানান, প্রাথমিক তদন্ত শেষে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, “হাসপাতালটির প্রয়োজনীয় অনুমোদনপত্র, নিবন্ধন ও মানসম্মত সেবার প্রমাণপত্র যাচাই করা হয়েছে। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না করায় আগামী বৃহস্পতিবার থেকে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।”
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটি অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে আসছিল। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর প্রশাসনিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রুমাইসা হাসপাতালে সব ধরনের চিকিৎসা কার্যক্রম স্থগিত থাকবে।