নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ৫,৯০৭ পিস ইয়াবাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানটি পরিচালনা করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। পুরো অভিযানটি তত্ত্বাবধান করেন সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম। গ্রেফতারকৃতরা হলো ,১। মোঃ করিম (৩৫), পিতা মৃত শুভা মিয়া, সাং-ছাওয়ালপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা; ২। নাজমা (৪৫), পিতা ফজলুল হক, মাতা জয়ফুল বানু, স্বামী সালাম, সাং-বেকারীর মোড়, পশ্চিম মাজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫,৯০৭ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আড়াইহাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন খন্দকার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আড়াইহাজার থানা পুলিশ মাদক নির্মূলে শুরু থেকেই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমরা চাই আড়াইহাজারকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে। এজন্য পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না যেখানেই মাদক ব্যবসা বা মাদক সেবনের খবর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত কাগজ প্রতিবেদক 


























