ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউরোপে যাচ্ছে খুলনার ‘দেলুপি’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দেলুপি’। ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেয়ে দর্শক সমালোচকের প্রশংসা পেয়েছে।

এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে। উৎসবটির চলতি বছরের আসরে নির্বাচিত হয়েছে ছবিটি। ইউরোপের এই উৎসবটি বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। সিনেমাটি নির্মাণ করেছে মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম সিনেমা।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর। যেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেলুপি বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্র-চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।

আইএফএফআর-এর ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই বাংলাদেশি সিনেমার, যা দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। নির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

রটারড্যামে দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে, সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো। আমাদেরও ইচ্ছে ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছে উৎসব আয়োজকদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’

দেলুপি’ সিনেমাটি খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। স্থানীয় জীবনের টানাপোড়েন ও আবেগময় গল্প ফুটে উঠেছে এ সিনেমায়। নিঃসন্দেহে তা আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও টিকে থাকার লড়াইকে পরিচিত করে তুলবে।

দেলুপি-তে যাঁরা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান: ১৯ লিটার মদসহ পাঁচজন গ্রেপ্তার

ইউরোপে যাচ্ছে খুলনার ‘দেলুপি’

আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দেলুপি’। ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পেয়ে দর্শক সমালোচকের প্রশংসা পেয়েছে।

এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে। উৎসবটির চলতি বছরের আসরে নির্বাচিত হয়েছে ছবিটি। ইউরোপের এই উৎসবটি বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। সিনেমাটি নির্মাণ করেছে মোহাম্মদ তাওকীর ইসলাম। এটিই তার নির্মিত প্রথম সিনেমা।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে এই উৎসবের ৫৫তম আসর। যেখানে বিশ্বের সেরা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেলুপি বাংলাদেশের স্বাধীনধারা চলচ্চিত্র-চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে।

আইএফএফআর-এর ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই বাংলাদেশি সিনেমার, যা দেশীয় চলচ্চিত্রশিল্পের জন্য গর্বের বিষয়। নির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।

রটারড্যামে দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে, সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো। আমাদেরও ইচ্ছে ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছে উৎসব আয়োজকদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’

দেলুপি’ সিনেমাটি খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। স্থানীয় জীবনের টানাপোড়েন ও আবেগময় গল্প ফুটে উঠেছে এ সিনেমায়। নিঃসন্দেহে তা আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও টিকে থাকার লড়াইকে পরিচিত করে তুলবে।

দেলুপি-তে যাঁরা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।