ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

চিরিরবন্দরে ২৪ এর আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন দেয়ালে অঙ্কন করা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দেয়া হয়েছে।
এনিয়ে উপজেলায় ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে নানা গুঞ্জন ও আলোচনা।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দেয়ালে এ চিত্র দেখে ধারণা করা হচ্ছে গত ২৯ জানুয়ারি বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব লেখা হয়েছে।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী সোহেল সাজ্জাদ ও মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, রাতে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে।
গ্রাফিতিগুলোর ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দিয়েছে। মহামান্য হাইকোর্ট জয় বাংলা স্লোগান স্থগিত করেছে। এটা তো আমাদের বিষয় না। তারা কেন আমাদের গ্রাফিতিগুলো নষ্ট করল? শিক্ষার্থীরা আরও জানায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন দেয়ালে এসব প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
স্থানীয়রা বলেন, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। কেন তারা আমাদের চেতনার ওপর আঘাত করছে? এ কাজ যারা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করেনা-এটা তারই প্রমাণ বহন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, রাতের আঁধারে গোপনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে অঙ্কিত গ্রাফিতির ওপর জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ৫ই আগস্টে স্বৈরাচার-ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর তারা ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির অপচেষ্টা করছে।
গ্রাফিতির উপর জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান লেখানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল করেন। অতপর স্টেশন চত্তর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ গ্রাফিতি নষ্ট কারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

চিরিরবন্দরে ২৪ এর আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন দেয়ালে অঙ্কন করা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দেয়া হয়েছে।
এনিয়ে উপজেলায় ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে নানা গুঞ্জন ও আলোচনা।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দেয়ালে এ চিত্র দেখে ধারণা করা হচ্ছে গত ২৯ জানুয়ারি বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব লেখা হয়েছে।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী সোহেল সাজ্জাদ ও মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, রাতে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে।
গ্রাফিতিগুলোর ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দিয়েছে। মহামান্য হাইকোর্ট জয় বাংলা স্লোগান স্থগিত করেছে। এটা তো আমাদের বিষয় না। তারা কেন আমাদের গ্রাফিতিগুলো নষ্ট করল? শিক্ষার্থীরা আরও জানায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন দেয়ালে এসব প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
স্থানীয়রা বলেন, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। কেন তারা আমাদের চেতনার ওপর আঘাত করছে? এ কাজ যারা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করেনা-এটা তারই প্রমাণ বহন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, রাতের আঁধারে গোপনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে অঙ্কিত গ্রাফিতির ওপর জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ৫ই আগস্টে স্বৈরাচার-ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর তারা ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির অপচেষ্টা করছে।
গ্রাফিতির উপর জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান লেখানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল করেন। অতপর স্টেশন চত্তর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ গ্রাফিতি নষ্ট কারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।