নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প আগামী ১ আগস্ট ২০২৫ তারিখে নতুন স্থানে স্থানান্তরিত হবে। বর্তমানে ক্যাম্পটি ডাচ বাংলা প্রিয়ম নিবাসে অবস্থিত থাকলেও নির্ধারিত তারিখে এটি ফজর আলী গার্ডেনের চতুর্থ তলায় সরিয়ে নেওয়া হবে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো ক্যাম্পে জায়গার সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের নানা অসুবিধার মুখোমুখি হতে হচ্ছিল। এসব সমস্যা দূর করতেই নতুন স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ জুলহাস উদ্দিন বলেন, “নতুন ক্যাম্পে পর্যাপ্ত জায়গা ও আধুনিক সুবিধা থাকবে। এতে আমাদের কাজের গতি আরও বাড়বে এবং শিমরাইলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।নতুন ক্যাম্প থেকে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ শিরোনাম ::
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থানান্তর, নতুন ঠিকানা ফজর আলী গার্ডেন
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- ৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ