উখিয়া প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উখিয়ার কাস্টম ক্যাপে হাইওয়ে অভিজাত রেস্তোরায় উপজেলা সভাপতি কামরুন নেছা তানিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম এ সাত্তার আযাদ ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সহ সভাপতি মাষ্টার আবুল কালাম আযাদ,সহ সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিনার,শাকুর মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব উখিয়া, এম এ কাশেম চেয়ারম্যান হেল্প কক্সবাজার,সাংবাদিক শ. ম গফুর,সিনিয়র সাংবাদিক রতন দাদা ও জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুর হোছন,সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ সহ জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া শাখার সকল সদস্য’রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম বলেন, সংবাদকর্মী আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝাউগাছে ঝুলিয়ে রাখার ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি।সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন সাংবাদিক সমাজ’কে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে কোন জায়গায় সাংবাদকর্মীরা নিরাপদ থাকবে না।
প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি বলেন, একজন সাংবাদিকের কলমকে স্তব্ধ করে দেওয়ার জন্য এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এধরণের হত্যাকান্ড স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। আমি নতুন কমিটিকে আহবান জানাচ্ছি আপনারা সাংবাদিক সমাজের পাশে থাকবেন এবং আমরা আপনাদের যেকোন প্রয়োজনে জেলা নেতৃবৃন্দ পাশে থাকব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আগত বক্তারা এই ধরনের আয়োজনের জন্য প্রশংসা করেন এবং আগামীতে নবগঠিত কমিটি সুসংগঠিত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আযাদ।
তিনি বলেন, একজন সাংবাদিককে হত্যা করে ঝুলিয়ে রাখা নৃশংসতার চরম দৃষ্টান্ত। আমিনের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিনিধির নাম 



















