টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৬ এর সাইবার টিমের তৎপরতায় ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলো বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
এপিবিএন ১৬ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অপস অ্যান্ড ইন্টেলিজেন্সের ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. এনাম সিদ্দিকীসহ সাইবার সেলের সদস্যরা।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা ১৬ এপিবিএন, টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রতিনিধির নাম 



















