গোপালগঞ্জ প্রতিনিধি: দেশীয় মাছ সংরক্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেসাল জাল ও বাঁশের গড়া অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে পারকোনা-রাধাগঞ্জ খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় দুই কিলোমিটারজুড়ে ওই খালে ভেসাল জাল ও বাঁশের গড়া বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল স্থানীয় জেলেরা। এ অভিযানে ১১টি ভেসাল জাল ও ৪টি বাঁশের গড়া অপসারণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ জানান, ‘ভি’ আকৃতির ভেসাল জাল খাল ও বিলে ব্যবহার করা হয়ে থাকে। পানির ওপর ভেসে থাকা এই জাল নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে দেওয়া হয় এবং পানির গভীরতা অনুযায়ী তলদেশ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়। পরে ধীরে ধীরে টেনে তুললে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ে। একইভাবে বাঁশের তৈরি বানা দিয়ে খাল আটকিয়ে দোয়াইর ফেলে মাছ শিকার করা হয়। এসব পদ্ধতি দেশীয় মাছের প্রজননে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ফলে বর্ষা মৌসুমেও দেশীয় মাছের ঘাটতি দেখা দিয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, “দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। খাল দখল ও অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।