মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় এই প্রথম অননুমোদিত স্থানে দৃষ্টিকটুপূর্ণ পোস্টার লাগানোর অপরাধে ‘ভারত হারবাল’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে উক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।
জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে ভারত হারবাল নামে একটি ইউনানী প্রতিষ্ঠান অননুমোদিত স্থানে দৃষ্টিকটুপূর্ণ পোস্টার লাগিয়ে রেখেছিল। যা পথচারীদের মাঝে বিব্রতকর অবস্থা তৈরি করে আসছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন- ২০১২ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন এবং পোস্টার গুলো সরিয়ে ফেলার নির্দেশনা দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।