ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-১৫ ও বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাবরাং ইউনিয়নের সুইচগেট এলাকার কেওড়া বাগানে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দল অভিযান চালিয়ে মো. ওমর সিদ্দিক (২৮) নামে একজনকে আটক করে। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু জেলায়।
অভিযানে উদ্ধার ইয়াবার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব-বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”