আলোকিত কাগজ প্রতিবেদক :নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে এক ইউটিউবারকে কুপিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান মূল রহস্য উন্মোচন করেছে। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে গাজীপুর থেকে প্রধান আসামি ইমতিয়াজ ওরফে লিমন (২০) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে, যখন ইউটিউবার জিসান (১৮) তার বন্ধু ফয়সাল (২২)কে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট গোলচত্বর এলাকার রাস্তা দিয়ে মোটরসাইকেলে ঘুরতে যান। পরে তারা কুমিল্লার দিকে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকা পৌঁছালে তিন দুষ্কৃতিকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে জিসানকে গুরুতর জখম করা হয়। বন্ধু ফয়সালও মাথা ও হাতে আঘাত পান। এরপর দুষ্কৃতিরা জিসানের আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী জিসান দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অতিরিক্ত মোটরসাইকেল এবং ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করে। পরে জিসান রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে লিমন তার সঙ্গে আরও দুজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর দুপুরে আড়াইহাজারের বেপারীপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ১৯ সেপ্টেম্বর রাতেই মূল ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়।
আটককৃত আসামি জানায়, তারা রূপগঞ্জের ৩০০ ফিট রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে রোডে দামী মোটরসাইকেল এবং নারী আরোহীসহ রাইডারদের টার্গেট করতো। তারা হঠাৎ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যেত। পুলিশের অভিযানে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার কার্যক্রম চলছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম জানান, এই ধরনের ঘটনা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের তদন্তদল প্রযুক্তি ব্যবহার ও স্বতঃস্ফূর্ত গোপন সূত্রের মাধ্যমে দ্রুত আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করেছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করব।
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ইউটিউবারকে কুপিয়ে ছিনতাই: প্রধান আসামী গ্রেপ্তার, মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- ৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ