মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম: ২০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামের এশিয়ান স্পোর্টস জোনে দুইদিনব্যাপী আয়োজিত কিক ফর কাইন্ডনেস, ১ম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট আয়োজিত এ টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিন্টন—দুটি বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ফুটবল বিভাগে যুব রেড ক্রিসেন্ট সরকারি মহসিন কলেজ ইউনিট চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের নিয়ে গড়া রেড ওয়ারিয়র্স দল। ব্যাডমিন্টন বিভাগে চ্যাম্পিয়ন হয় যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, আর রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের সমন্বয়ে গঠিত সাটার স্পার্ক দল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, সালাউদ্দিন সাহেদ। এছাড়া প্রাক্তন যুব প্রধান বেনজির বিন ইসলাম খান, আরসিওয়াই অ্যালামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ সাড়াপ্রদান বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান আসির হামিম ইসমামসহ সিনিয়র যুব স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। সভাপতি বলেন, “কিক ফর কাইন্ডনেস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মানবসেবীদের মধ্যে টিম স্পিরিট, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।”
চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ফুটব্যাটেল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা তরুণদের ক্রীড়ামুখী ও মানবসেবায় অনুপ্রাণিত করবে।