নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের সফির মিয়া বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে ওলামা দল জামারপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা গোলাম রব্বানি’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকে তাদের দলীয় সম্পত্তি মনে করে এবং ইসলামের ভুল ব্যখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চায়। অনুষ্ঠানে জামালপুর জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদি’র সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ওলামা দলের সম্মানিত সদস্য কাজী মশিউর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলাা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তামালতলা মোড়ে গিয়ে শেষ হয়।