আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার পর সিদ্ধিরগঞ্জের বাগমারা জামে মসজিদের সামনে গাঁজা বিক্রির সময় স্থানীয় জনতা দুইজনকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করে মোট আড়াইশো (২৫০) গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মাসুম (৪০) এর কাছ থেকে ১৫০ গ্রাম এবং শাহ আলী (৩২) এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটকরা হলো—
১. মাসুম (৪০), পিতা মৃত আব্দুল মোতালেব স্বর্ণকার, সাং—বাগমারা, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।
২. শাহ আলী (৩২), পিতা শহীদুল ইসলাম, সাং—বাগমারা, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।
অভিযানের নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব উদ্দিন। তার সঙ্গে ছিলেন কনস্টেবল সৈয়দ হোসেন ও কনস্টেবল আব্দুল করিম।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরনির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম আলোকিত কাগজকে জানান,মাদক আমাদের সমাজের জন্য বড় হুমকি। এ অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পুলিশ সবসময় কাজ করছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে বুধবার১ অক্টোবর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।