নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৯ লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর দিকনির্দেশনায় গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাত ১০টা ২০ মিনিটের দিকে থানার এসআই (নিঃ) মো. মামুন খালাসী, এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন, এএসআই (নিঃ) সাইফুল ইসলাম, কনস্টেবল ১৩১৯ মামুন রশিদ, ১৫২৫ নাজিম, ১০৬৪ নাজমুল হোসাইন ও নারী কনস্টেবল ১৭৫৯ শিলার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর কদমতলী গ্যাস লাইন এলাকার মমিনের বাড়ির একটি ভাড়া বাসা থেকে সর্বমোট ১৯ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরিতে ব্যবহৃত ১টি লাল রঙের প্লাস্টিকের বালতি, ৩টি সিলভার রঙের পাতিল (যার মধ্যে একটি পাতিলের তলায় একাধিক ছিদ্র রয়েছে) এবং একটি সবুজ রঙের পাইপ জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— আর্য্য চাকমা (৩০), ইসকিরো চাকমা (২৭), নির্মল চাকমা (২৬), চিত্ত চাকমা (২৩) ও রামু চাকমা (২৭)। তারা সবাই বর্তমানে উত্তর কদমতলী গ্যাস লাইন এলাকায় মমিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(খ) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কে শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, (পিপিএম) তিনি জানান, সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চোলাই মদবিরোধী বিশেষ অভিযান: ১৯ লিটার মদসহ পাঁচজন গ্রেপ্তার
-
আলোকিত কাগজ প্রতিবেদক - আপডেট সময় : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



























