নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর সোনাপুর এলাকায় মাদক সেবন ও ব্যাবসায় বাধা দেয়ায় স্থানীয় সাংবাদিক তাওলাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ওই ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে উল্লেখ করেন, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকায় সাংবাদিক তাওলাদ হোসেন বসবাস করেন। স্থানীয় মজিদ মিয়ার ছেলে মারুফ মিয়া দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। তিনি বাধা দেওয়ায় বুধবার রাতে বাড়ী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে হামলা চালিয়ে হত্যার চেষ্টার চালায়। পরে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি এম এ বারী জানান, এ বিষেয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যাবসায় বাধা দেয়ায় সাংবাদিক তাওলাদকে প্রাণনাশের হুমকি।
-
নিজেস্ব: সংবাদদাতা
- আপডেট সময় : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- ১২১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ