হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের আওতাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫হাজার ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং একটি ট্রাক জব্দ করেছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক দাম ৭ লাখ টাকা। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাত ৩.৪৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী এ পলিথিন জব্দ করে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।
গ্রেপ্তার আসামিরা হলেন চারক এরশাদ (৩৮) ও বাবু (২০) কে আটক করেন।কাভার্ডভ্যানের চালক মোঃ এরশাদ হোসেন যশোহর জেলার শার্শা থানার দিঘিরপাড় এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। এবং হেলপার বাবু একই জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দকৃত ট্রাকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের কথা জানান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ টি বড় প্লাস্টিকের বস্তা থেকে এসব পলিথিন জব্দ করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ।মোঃ আবু নাঈম