ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান বিএনপির শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান : ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এসও রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
‎‎আটক যুবকের নাম মো. ফয়সাল (২২)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
‎‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মো. ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মাদকবিরোধী টহলে ছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আদমজী নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
‎‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
‎ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সকলের স্বাক্ষর নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন।
‎‎ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন,
‎“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। আটক ফয়সাল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”


ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান : ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ১২:০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এসও রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
‎‎আটক যুবকের নাম মো. ফয়সাল (২২)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
‎‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মো. ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মাদকবিরোধী টহলে ছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আদমজী নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
‎‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
‎ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সকলের স্বাক্ষর নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন।
‎‎ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন,
‎“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। আটক ফয়সাল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”