জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সেবা করেছেন জামালপুর -১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। আগাম নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে পুরাতন বাসস্ট্যান্ড বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা করেন তিনি। জাতীয় নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ উল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলার শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শাহীন আল আমীন, সাবেক সভাপতি সরওয়ার জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আবদুল মতিন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুল মুকিত,সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রাসেল মাহমুদ ও উপজেলা শিবির সভাপতি রাশেদ আহমেদ। এ সময় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বকশীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মতিন রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারি,কোষাধ্যক্ষ উৎপল মোহন্ত,দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ,সদস্য আমিনুল ইসলাম,সাব্বির হাসান বাঁধন মোল্লা,লাভলু সরকার ও আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মত বিনিময়
-
(বকশীগঞ্জ প্রতিনিধি ) মাসুদ উল হাসান
- আপডেট সময় : ১২:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ