নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের পৃথক অভিযানে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জুলাই ২০২৫ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ১৬ জুলাই রাত আনুমানিক ২টার দিকে, সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাশারী বাজার এলাকার বাগমারা রোডে জনৈক নুরুল আনোয়ারের নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের নিচতলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার সময় মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ চক্র ওই স্থানে একত্রিত হয়। তাদের মধ্যে ছিলেন মোঃ আলমগীর (৫০), মহসিন ভূঁইয়া (৩০), মোঃ সাগর হোসেন (১৯), মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০), মোঃ আকাশ হোসেন (২২), মোঃ আশিক (৩২), মোঃ আকাশ (৩০) এবং আরও দুই-তিনজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি। তখন সেখানে উপস্থিত ছিলেন ভিকটিম জনিও।
সম্প্রতি সংঘটিত একটি চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা জনিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে ভবনের নিচতলায় লিফটের হাউজের পানিতে ফেলে দিয়ে টিনের দরজায় তালা লাগিয়ে স্থানটি বন্ধ করে দেয়।
১৮ জুলাই ২০২৫, ভবনটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাশের একটি ভবনের বাসিন্দারা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে পানিতে ভাসমান এক মরদেহ দেখতে পান। পরে জনির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলমের নির্দেশে এসআই মোঃ বজলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন এজাহারভুক্ত আসামি—মোঃ আলমগীর (৫০), মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) ও মোঃ আকাশ হোসেন (২২)—কে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
গ্রেফতারকৃত আলমগীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং অন্য আসামিদের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, চুরির টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থেকেই জনিকে হত্যা করা হয়েছে। আমরা তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছি। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে জনি হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ আসামি
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- ১৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ