নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আইলপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার আসামি মো. সাইমুন (৩৫) কে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে মেজর আফসান (৭ ফিল্ড আর্টিলারি) নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।
গ্রেপ্তার সাইমুন ওই এলাকার আব্দুর রহমান সেন্টুর ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তার বাসা থেকে কোনো অস্ত্র বা মাদক জব্দ করা যায়নি। বিকেল ৪টা ৩০ মিনিটে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ও অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ আইলপাড়া থেকে অস্ত্র মামলার আসামি মো. সাইমুনকে গ্রেপ্তার
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- ৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ