ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান বিএনপির শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক

সিদ্ধিরগঞ্জে জমি দখলের পায়তারা ব্যর্থ হয়ে ওসি-এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচারের ষড়যন্ত্র

‎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে না পেরে থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনেছেন একাধিক মামলার পলাতক আসামি, আলোচিত ভূমিদস্যু ও রাজনৈতিক সুবিধাভোগী মোঃ জালাল উদ্দিন ওরফে ‘টায়ার জালাল’।
‎জানা যায়, গত ২৪ জুলাই পুলিশ সদর দপ্তরের এডমিন ডিআইজি, ঢাকা রেঞ্জ ডিআইজি এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বরাবর ওসি মোহাম্মদ শাহিনুর আলম, এসআই ওয়াসিম আকরামসহ চারজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন জালাল উদ্দিন। অভিযোগের অন্য দুইজন হলেন—মোঃ আবু তাহের ও মোঃ আবু তৈয়ম, যিনি সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক।
‎অভিযোগে দাবি করা হয়, আবু তাহের গং ৬/৭ জন লোক নিয়ে জালাল উদ্দিনের জমি দখলের চেষ্টা চালান। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, প্রকৃতপক্ষে উক্ত জমি ব্যাংক নিলামের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেন আবু তাহের গং। পরবর্তীতে জমির মালিকানা নিশ্চিত করতে গেলে জালাল উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী প্রায় ২০-২৫ জন মিলে জমির সীমানা প্রাচীর ভেঙে দেন।
‎ঘটনার পর ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে, ওসি শাহিনুর আলম তদন্তের দায়িত্ব দেন এসআই ওয়াসিম আকরামকে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি চাঁদাবাজির মামলা রুজু করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
‎‎এরপর থেকেই ওসি ও এসআইকে হেয় করতে নানা ধরনের অপপ্রচার শুরু করেন জালাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ এবং শামীম ওসমানের রাজনৈতিক বলয়ের সক্রিয় সদস্য। এমনকি বিগত সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলারও তিনি অভিযুক্ত ছিলেন।
‎‎স্থানীয়রা জানান, জালাল উদ্দিন তার প্রভাব খাটিয়ে থানাকে ব্যবহার করতে না পেরে এখন রাজনৈতিক প্রভাব, অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছেন।
‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বলেন,
‎“আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছি। যারা আইন মেনে চলতে চায় না, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
‎‎তিনি আরও বলেন, “আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমার বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মেলে, আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেবো। তবে মিথ্যা অভিযোগের ভয় দেখিয়ে আমি দায়িত্বচ্যুত হবো না। আইন নিজস্ব গতিতে চলবে, প্রমাণের ভিত্তিতে বিচার হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ

সিদ্ধিরগঞ্জে জমি দখলের পায়তারা ব্যর্থ হয়ে ওসি-এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচারের ষড়যন্ত্র

আপডেট সময় : ০৮:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

‎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে না পেরে থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনেছেন একাধিক মামলার পলাতক আসামি, আলোচিত ভূমিদস্যু ও রাজনৈতিক সুবিধাভোগী মোঃ জালাল উদ্দিন ওরফে ‘টায়ার জালাল’।
‎জানা যায়, গত ২৪ জুলাই পুলিশ সদর দপ্তরের এডমিন ডিআইজি, ঢাকা রেঞ্জ ডিআইজি এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বরাবর ওসি মোহাম্মদ শাহিনুর আলম, এসআই ওয়াসিম আকরামসহ চারজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন জালাল উদ্দিন। অভিযোগের অন্য দুইজন হলেন—মোঃ আবু তাহের ও মোঃ আবু তৈয়ম, যিনি সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক।
‎অভিযোগে দাবি করা হয়, আবু তাহের গং ৬/৭ জন লোক নিয়ে জালাল উদ্দিনের জমি দখলের চেষ্টা চালান। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, প্রকৃতপক্ষে উক্ত জমি ব্যাংক নিলামের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেন আবু তাহের গং। পরবর্তীতে জমির মালিকানা নিশ্চিত করতে গেলে জালাল উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী প্রায় ২০-২৫ জন মিলে জমির সীমানা প্রাচীর ভেঙে দেন।
‎ঘটনার পর ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে, ওসি শাহিনুর আলম তদন্তের দায়িত্ব দেন এসআই ওয়াসিম আকরামকে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি চাঁদাবাজির মামলা রুজু করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
‎‎এরপর থেকেই ওসি ও এসআইকে হেয় করতে নানা ধরনের অপপ্রচার শুরু করেন জালাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ এবং শামীম ওসমানের রাজনৈতিক বলয়ের সক্রিয় সদস্য। এমনকি বিগত সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলারও তিনি অভিযুক্ত ছিলেন।
‎‎স্থানীয়রা জানান, জালাল উদ্দিন তার প্রভাব খাটিয়ে থানাকে ব্যবহার করতে না পেরে এখন রাজনৈতিক প্রভাব, অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছেন।
‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বলেন,
‎“আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছি। যারা আইন মেনে চলতে চায় না, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
‎‎তিনি আরও বলেন, “আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আমার বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মেলে, আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেবো। তবে মিথ্যা অভিযোগের ভয় দেখিয়ে আমি দায়িত্বচ্যুত হবো না। আইন নিজস্ব গতিতে চলবে, প্রমাণের ভিত্তিতে বিচার হবে।