নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলহর এলাকার বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. আব্দুস সামাদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মাগুরার মোহাম্মদপুর থানার নোহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। বর্তমানে তিনি নবীগঞ্জ রসুলবাগ এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা ও ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।