তাওলাদ হোসাইন,আলোকিত কাগজ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরমুশুরদী এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান ব্যবসায়ী জলিল মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তার স্ত্রীর স্বর্নালংকার সহ ব্যবহ্রত মোাবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সন্ত্রাসী কামাল ওরফে কসাই কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে।আহত ব্যবসায়ী জলিল মিয়াকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘ ১৪/১৫ বছর পুর্বে উপজেলার নোয়াগাও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় সারে ৪ সতাংশ জমি কিনে সেখানে আজ সকালে বাড়ী নির্মানের কাজ করতে যায় একই উপজেলার সাদীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আঃ রহমানের ছেলে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যরা। এসময় পূর্ব অপরিকল্পিত ভাবে সন্ত্রাসী কসাই কামাল, ইমান হোসেন, রাজিব মিয়া সহ ৪/৫ জন মোটা অংকের চাদা দাবি করেন।জলিল ও তার পরিবার চাদা দিতে অস্বীকার করলে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করে জলিলকে।এসময় জলিলকে রক্ষ্যা করতে তার স্ত্রী আগাইয়া আসলে সন্ত্রাসীরা তার কাছ থেকে স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতে হত্যা করার হুমকি দিয়ে চলিয়া যায় সন্ত্রাসীরা। পরে আহত জলিলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
আহত জলিল মিয়ার মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্যেশেই হামলা চালিয়ে আহত করেছে। আমরা ন্যায় বিচার চাই।অপরদিকে অভিযুক্ত কামাল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাও থানার ওসি তদন্ত রাশেদ খান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।