তাওলাদ হোসাইন: মোঃ সৈয়দুল আমিন (৩৫)নামে এক মাদক,ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ গ্রেপ্তারকৃত সৈয়দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন এর আগে শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে সোনারগাঁ থানার এস আই মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্হ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোষ্টের সামনে অভিযান চালায় অভিযানের চট্টগ্রাম থেকে আসা জে বি পরিবহনের একটি বাস (চট্রমেট্রো-১১-১৬৮৩)থেকে ১৫০০শত পিস ইয়াবা উদ্ধার সহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানা বার প্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রাশেদুল হাসান জানান মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।