আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারি আলম চাঁন এর বসতঘর তল্লাশি করে আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলিলিটার বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হবে। উল্লেখ্য, আলম চাঁনের বিরুদ্ধে সদর থানায় ইতোমধ্যে ১০টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও নারী পুলিশের সহায়তায় জিমখানা এলাকা থেকে আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
পারভীন আক্তার (৩৫), স্বামী মো. ফয়সাল, যার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আফরিনা ওরফে হাসি (৫০), স্বামী মো. আলমগীর, যার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।
অভিযান চলাকালে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মো. ফয়সাল (২১), সাং–রেলওয়ে কলোনি, নতুন জিমখানা, নারায়ণগঞ্জ সদর — সাজা ১২ দিন।
২. রিফাত (২০), সাং–শারকল, বরিশাল; বর্তমান ঠিকানা জল্লারপাড়, নারায়ণগঞ্জ সদর — সাজা ১২ দিন।
৩. জুবায়ের ভূইয়া রানা (৩৬), সাং–৩৯৬ দেওভোগ পাক্কা রোড, নারায়ণগঞ্জ সদর — সাজা ২০ দিন।
৪. মো. মোস্তফা হোসেন (২৬), সাং–জল্লারপাড়, নারায়ণগঞ্জ সদর — সাজা ১৪ দিন।
৫. অভিনন্দী (৩০), সাং–ডালপট্টি, নারায়ণগঞ্জ সদর — সাজা ৭ দিন।
যৌথ বাহিনীর এই অভিযানে মাদক ব্যবসায়ীদের পাশাপাশি সেবনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। জিমখানা এলাকায় এই যৌথ অভিযান ছিল চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযান
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ