আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ মামুন খালাসীর নেতৃত্বে স্পেশাল-৩ (রাত্রি) ভিডিটি ফোর্স অভিযান চালিয়ে ২৮ সেপ্টেম্বর রাত ১০:২০ ঘটিকায় শিমরাইল টেকপাড়া এলাকায় ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটক ব্যক্তি মোঃ সুমন (৩৭), পিতা-মোঃ জলিল, শিমরাইল টেকপাড়া, সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা। তার দখল থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯,০০০ টাকা।
এসআই মোঃ মামুন খালাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি নিজের হেফাজতে মাদকদ্রব্য রাখছিল এবং বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন পরিমাপ করে জব্দ তালিকায় নথিভুক্ত করা হয়েছে।”
আটক মোঃ সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ধারা ৩৬(১) এর টেবিল ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শাহিনুর আলম জানান,আমাদের অভিযান মাদক নির্মূলের শক্ত বার্তা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা তা প্রমাণ করছে। আমরা থানা এলাকা মাদকমুক্ত রাখতে আরও কঠোর থাকব এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ আদালতে পাঠানো হয়েছে ।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৩০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ