ফরহাদ রহমান.টেকনাফ: কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত শীর্ষ মাদককারবারি আবু তালেব (৩০)। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ সাতটি মামলার পলাতক আসামি ছিলেন।
র্যাব-১৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব ও তাঁর মামা সাইফুল সীমান্ত এলাকায় বিশাল একটি বাহিনী গড়ে তুলেছেন। তাঁদের কাছে একে-৪৭ রাইফেলসহ ভারী অস্ত্রশস্ত্র ও বিপুল মাদক মজুত আছে বলে ধারণা করা হয়। কয়েক বছর আগে দিনমজুরের পরিবার থেকে উঠে আসা এ দুজন এখন কোটি কোটি টাকার মালিক।
গ্রেপ্তারকৃত আবু তালেবকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।