ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মানব পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।
অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।