জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা ভূমি অফিস সংলগ্ন বিমলের পুত্র সুবাসিস প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করার অপরাধে পুলিশের হাতে আটক হয়েছেন।
২ই অক্টোবর বৃহস্পতিবার পাঁচবিবিতে একটি ফেসবুক আইডি থেকে নবীকে কটুক্তি করে পোস্ট করা হয়।
এই পোস্ট দেখে নবীর ভালোবাসার পাগলেরা ক্ষিপ্ত হয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদ জানানো হয়,বিষয়টি নজরে আসে জয়পুরহাট জেলার প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের।
ঘটনা স্থলে ছুটে আসেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ,পাঁচবিবি থানা পুলিশের অফিসার ইনচার্জ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক সাংবাদিকদের জানান, কটুক্তিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।