আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের উপর ঢাকা গামী লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ওই ট্রাকটি পাশের রেখে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম মো. রাকিব, তার বাড়ি রংপুর জেলায়। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জুলহাস উদ্দিন আলোকিত কাগজকে জানান, সকালে কাঁচপুর সেতুর ওপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো যানবাহন তাদের চাপা দিয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ৪২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ