কুমিল্লা প্রতিনিধি : দীর্ঘদিন ইসলামী খেদমতে নিয়োজিত থেকে গ্রামবাসীর হৃদয়ে স্থান করে নেওয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ক্বারী আমির হোসেনকে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩-১০-২৫) ১নং বড়শালঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. রাশেদুল হক রাসেল। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোবারক হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব দুলাল জমাদ্দার।
অনুষ্ঠানে হাজারো মুসল্লির উপস্থিতিতে কান্নাভেজা পরিবেশে ক্বারী আমির হোসেনকে ঘোড়ার গাড়িতে করে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় গ্রামবাসী ও স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ৯ লাখ ৫০ হাজার ৩৭ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট, এবং ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।
বক্তব্যে মুসল্লিরা বলেন,তিনি শুধু একজন মোয়াজ্জেম নন, ছিলেন আমাদের মসজিদের প্রাণ। তাঁর সুমধুর কণ্ঠে আজান শুনে আমরা নামাজে উদ্বুদ্ধ হতাম। তিনি দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন। আমাদের সুখ-দুঃখের সাথি ছিলেন তিনি।”
তাঁর অবসর গ্রহণকে ঘিরে গ্রামের প্রতিটি মানুষ যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে। এমন বিদায় সংবর্ধনা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আওয়াল চেয়ারম্যান, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন দুলাল (সভাপতি, বড়শালঘর কেন্দ্রীয় জামে মসজিদ), মো. আজিজুল হক বাচ্চু (সেক্রেটারি), মো. মাসুম মুন্সী, ডা. মনিরুল ইসলাম মাস্টার, মো. রুবেল মাস্টার, মো. মুকুল সরকার, মো. হুমায়ুন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম, মো. ইমরান হোসাইন, মো. আমিনুর রশিদ, মো. রাশেদ মুন্সী, মো. রাসেল, মো. মাহাবুব মুন্সী,মোঃ জুবায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হুজুরের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মাওলানা আবু বক্কর।
মুসল্লিরা শেষে মহান আল্লাহর দরবারে ক্বারী আমির হোসেনের জন্য দোয়া করেন, যাতে তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত হন।