উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ”নিরাপদ সড়ক চাই” এই স্লোগানে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পালংখালী’র তিনটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণ সমাজ।
৫অক্টোবর রবিবার পালংখালী ফুলকলিতে SOC – Shadow of Change এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “পালংখালী বাজারসংলগ্ন এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ” এর লক্ষ্যে পালংখালী টমটম মালিক সমিতির সাথে একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচ্য বিষয় ছিলঃ
- পালংখালী বাজার ও সংলগ্ন এলাকায় নিরাপদ টমটম পার্কিং স্থান নির্ধারণ।
- যাত্রী ওঠা-নামার নির্দিষ্ট স্থান (স্টপেজ) নির্ধারণ করে এলোমেলো থামা প্রতিরোধ।
- অপ্রাপ্তবয়স্ক চালকদের টমটম চালনা বন্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ।
- নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন ও তা মান্য করার বিষয়ে আলোচনা।
- অবৈধ (নিবন্ধনবিহীন) টমটম চলাচল বন্ধে সমিতির সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণ।
পরে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়,
পালংখালী বাজারের চৌরাস্তার মোড় থেকে টমটম পার্কিং সরিয়ে বটতলী রোডের রুবেল মার্কেটের সামনে স্থানান্তরের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও উভয়পক্ষ সকল আলোচ্য বিষয়ের ওপর একমত পোষণ করেন এবং একটি ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।
SOC এর ভাইস চেয়ারম্যান কামরান আলী চৌধুরী সোহান বলেন, আমরা সম্মিলিত ভাবে সচেতন হলেই – চালক, দায়িত্বশীল যাত্রী ও সক্রিয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ পালংখালী গড়া সম্ভব। আমরা তরুণ সমাজ এগিয়ে আসলে, সাধারণ জনগণ এগিয়ে আসবে।
তাই চলুন, একসাথে কাজ করি দুর্ঘটনামুক্ত, শৃঙ্খলাপূর্ণ সড়ক গড়তে।
এছাড়াও আমরা প্রথমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১০ দফা দাবি উত্থাপন করি এবং স্থানীয় প্রশাসন চেয়ারম্যান এর সাথে সমন্বয় করে নিরাপদ সড়ক ও বাজার ব্যবস্থাপনা সঠিক ভাবে পরিচালনায় পর্যায়ক্রমে সিএনজি সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটি সহ সবাইকে নিয়ে আলোচনা করা হবে।
আয়োজনে: SOC – Shadow of Change
সহযোগিতায়: আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব & প্রজন্ম ফাউন্ডেশন এবং অংশগ্রহণে: পালংখালী টমটম মালিক সমিতি।