ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”