ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি! ইউপি সদস্যের বসত বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজিসহ আটক ১ শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুরের পিচ নিয়ে সমালোচনা, যা বললেন মুশতাক আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান: ক্রেমলিন সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ মহান বিজয় দিবসে নানা সরকারি কর্মসূচি ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন হবে ৯০ হাজার থেকে এক লাখ সেনা শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার সহযোগী পালিয়ে যায়।

‎মঙ্গলবার ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন ও শাহীন আলমসহ একটি টিম সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২)-কে আটক করা হয়।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সাগরের প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা (ওজন প্রায় ৩ গ্রাম) ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাগুলো মাদক বিক্রির অর্থ।

‎এসময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়। সে-ও একই এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আটক সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি!

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তার সহযোগী পালিয়ে যায়।

‎মঙ্গলবার ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলাম, কনস্টেবল সৈয়দ হোসেন ও শাহীন আলমসহ একটি টিম সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ সাগর (৩২)-কে আটক করা হয়।

‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সাগরের প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা (ওজন প্রায় ৩ গ্রাম) ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকাগুলো মাদক বিক্রির অর্থ।

‎এসময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়। সে-ও একই এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আটক সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”