মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম: লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে আগামী ৭ নভেম্বর, এক্স লিও রিইউনিয়ন চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হবে ।
এই উপলক্ষে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এক্স লিও রিইউনিয়নের চেয়ারম্যান লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সম্মানিত ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মুহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম পারভেজ । প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন লিও লায়ন এরফান উদ্দিন, লায়ন জানে আলম,প্রাক্তন জেলা সভাপতি লায়ন গাজী মোহাম্মদ গজনবী, প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন , প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আমজাদ হোসাইন হেড কোয়ার্টার লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন মুরশেদ হোসেন চৌধুরী, , লায়ন খাজা মইনুদ্দিন রিগ্যান,লায়ন বায়েজিদ নোমান, প্রাক্তন জেলা সহ সভাপতি লায়ন প্রকৌশলী নাঈম সরওয়ার জিতু, জোন চেয়ারপার্সন লায়ন জিয়াউল হক সোহেল, লায়ন মঈনুদ্দিন আল হিমেল , লায়ন মোহাম্মদ ইসমাইল , প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান সহ প্রাক্তন লিও নেতৃবৃন্দ ।
সভায় আগামী ৭ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে এক্স লিও রিইউনিয়ন আয়োজনের বিষয়ে অবগত করা হয় । এক্স লিও রিইউনিয়ন রেজিস্ট্রেশন ফি জন প্রতি ১০০০ টাকা । রিইউনিয়নের রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৩০ অক্টোবর। অনলাইনে ফরম ফিলাপ ও পেমেন্টের মাধ্যমে রেজ্রিষ্ট্রেশন পূর্বক রিইউনিয়নে অংশগ্রহন করার জন্য সকল প্রাক্তন লিওদের অংশগ্রহন করার জন্য অনুরোধ জানানো হয় । প্রস্তুতি সভায় জেলা গর্ভনর টীমকে স্বংবর্ধনা ও সকল প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনরদে সম্মাননা প্রদান সহ ব্যাপক কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়।