ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দ্বীন মানা সম্ভবত নয়, মাও: বোরহান উদ্দিন নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বরুড়ায় হানাদারমুক্ত দিবস পালিত ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: পরিবেশ উপদেষ্টা আইএসইউর মানবিক উদ্যোগ: বরুড়ায় শীতবস্ত্র বিতরণ  নারায়নগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনের শীতবস্ত্র বিতরণ

মিরপুরের পিচ নিয়ে সমালোচনা, যা বললেন মুশতাক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘কালো উইকেট’ নিয়ে ক্রিকেট মহলে যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, তাতে ভিন্নমত পোষণ করলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

সাবেক পাকিস্তানি এই লেগ স্পিনার মনে করিয়ে দিয়েছেন, মিরপুরের পিচ যতটা কঠিন মনে হচ্ছে, ইতিহাসে আরও খারাপ পিচ দেখা গেছে। উদাহরণ হিসেবে তিনি তুলে এনেছেন ১৯৯৯ সালের দিল্লি টেস্টের কথা, সেখানে ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

মুশতাক বলেন,“আমার ক্যারিয়ারে মিরপুরের চেয়েও বাজে উইকেট অনেকবার দেখেছি। অনিল কুম্বলে যেবার ইনিংসে ১০ উইকেট পেল, সেই উইকেট মিরপুরের চেয়ে খারাপ ছিল। সেটা ছিল দিল্লির পিচ।”

প্রথম ওয়ানডেতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স করেন। সঙ্গে তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

তবে উইকেটের চরিত্র যাই হোক না কেন, পারফরম্যান্সে প্রক্রিয়া ঠিক রাখাটাই সবচেয়ে জরুরি বলে মনে করেন মুশতাক আহমেদ।

তিনি বলেন, “এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু সেই উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। উইকেট পেতে হলে শুধু ভালো বল নয়, ভালো ওভার করতে হয়। তাই প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। আমি সব সময় বলি ভালো বোলিং করো, উইকেট এমনিতেই আসবে। নিজের পরিকল্পনায় আস্থা রাখো।”

মিরপুরের পিচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এমন উইকেট আগে কখনো দেখেননি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে বল করেছেন, তাতে অনেকেই এটিকে শুধুই পিচের সাহায্য বলে মানতে নারাজ। মুশতাক আহমেদ সেই বিতর্কে ঠাণ্ডা মাথায় যুক্তি তুলে ধরেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, উইকেট নয় কৌশলই আসল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

মিরপুরের পিচ নিয়ে সমালোচনা, যা বললেন মুশতাক

আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘কালো উইকেট’ নিয়ে ক্রিকেট মহলে যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, তাতে ভিন্নমত পোষণ করলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

সাবেক পাকিস্তানি এই লেগ স্পিনার মনে করিয়ে দিয়েছেন, মিরপুরের পিচ যতটা কঠিন মনে হচ্ছে, ইতিহাসে আরও খারাপ পিচ দেখা গেছে। উদাহরণ হিসেবে তিনি তুলে এনেছেন ১৯৯৯ সালের দিল্লি টেস্টের কথা, সেখানে ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

মুশতাক বলেন,“আমার ক্যারিয়ারে মিরপুরের চেয়েও বাজে উইকেট অনেকবার দেখেছি। অনিল কুম্বলে যেবার ইনিংসে ১০ উইকেট পেল, সেই উইকেট মিরপুরের চেয়ে খারাপ ছিল। সেটা ছিল দিল্লির পিচ।”

প্রথম ওয়ানডেতে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স করেন। সঙ্গে তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

তবে উইকেটের চরিত্র যাই হোক না কেন, পারফরম্যান্সে প্রক্রিয়া ঠিক রাখাটাই সবচেয়ে জরুরি বলে মনে করেন মুশতাক আহমেদ।

তিনি বলেন, “এমন পিচে স্পিনার হিসেবে আপনি উত্তেজিত হবেন, কিন্তু সেই উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। উইকেট পেতে হলে শুধু ভালো বল নয়, ভালো ওভার করতে হয়। তাই প্রক্রিয়াটা ঠিক রাখতে হবে। আমি সব সময় বলি ভালো বোলিং করো, উইকেট এমনিতেই আসবে। নিজের পরিকল্পনায় আস্থা রাখো।”

মিরপুরের পিচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামিও ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এমন উইকেট আগে কখনো দেখেননি। কিন্তু বাংলাদেশের স্পিনাররা যেভাবে বল করেছেন, তাতে অনেকেই এটিকে শুধুই পিচের সাহায্য বলে মানতে নারাজ। মুশতাক আহমেদ সেই বিতর্কে ঠাণ্ডা মাথায় যুক্তি তুলে ধরেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, উইকেট নয় কৌশলই আসল।