আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া।সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।ধারবাহিকভোবে একে একে দেশের বিভিন্ন অঞ্চলের আগামী জাতীয় নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করার এক পর্যায়ে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়। তিনি ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী ঘোষণার পর খাগড়াছড়িতে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়ার নেতৃত্বে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ নিয়ে সংগ্রাম করেছেন, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি, তাই ত্যাগ ও সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করেছে মনোনয়ন পাওয়ার ওয়াদুদ ভূঁইয়া।
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ি ২৯৮ আসনে ধানের শীষের কান্ডারী ওয়াদুদ ভুইঁয়া
-
সাইফুল ইসলাম( রামগড়) খাগড়াছড়ি - আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- ৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



























