নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অধীনস্থ শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প।
শুক্রবার (৪ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকার মতিন সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মোহাম্মদ জুলহাজ উদ্দিন জানান,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহটি রাস্তার পাশে পড়ে ছিল। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও বলেন, “নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- ৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ